মাগুরার আলোচিত আট বছরের সেই শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষীদের সাক্ষ্য, ১৬৪ ধারায় জবানবন্দি, ডিএনএ পরীক্ষা, তথ্য–প্রমাণাদির পরিপ্রেক্ষিতে প্রধান আসামি হিটু শেখের সর্বোচ্চ শাস্তিই প্রাপ্য বলে মনে করছে রাষ্ট্রপক্ষ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত মামলার রায়ের জন্য ১৭ মে দিন রাখার ঘোষণা দেওয়ার পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মনিরুল ইসলাম মুকুল এই প্রত্যাশার কথা জানান। খবর বিডিনিউজের।
তিনি সাংবাদিকদের বলেন, বাদীর পক্ষ থেকে মামলার সব তথ্য–প্রমাণ উপস্থাপন করা হয়েছে। সব সাক্ষী হিটু শেখের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। হিটু শেখও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ডিএনএ পরীক্ষায় হিটু শেখই শিশুটির ধর্ষক–এটা প্রমাণিত হয়েছে। যে কারণে আমরা আশাবাদী, হিটু শেখের মামলার দুটি ধারাতেই সর্বোচ্চ শাস্তি হবে।
অন্যদেরও সহযোগিতার কারণে সর্বোচ্চ শাস্তি হবে। এদিকে আদালত থেকে বের করে কারাগারে নেওয়ার সময় হিটু শেখ আবারও সাংবাদিকদের উদ্দেশে চিৎকার করে নিজেকে নির্দোষ এবং মামলার পুনরায় তদন্ত দাবি করেন।