হিজড়ারা এখন স্কুলে পড়ে

কক্সবাজারে শিক্ষা কার্যক্রম উদ্বোধন

| শনিবার , ১৭ অক্টোবর, ২০২০ at ৭:২৫ পূর্বাহ্ণ

হিজড়া জনগোষ্ঠী এ সমাজে এখনও অবহেলিত। তাদের শিক্ষার হার অনেক কম। হাটখোলা ফাউন্ডেশনের পরিচালক জান্নাতুল ফেরদৌস ২০১৯ সালে নিজ উদ্যোগে কক্সবাজারের খুরুশকুলে তাদের জন্য প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করেন। পরে বৃহৎ পরিসরে চালুর লক্ষ্যে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. আনিস রহমানও যুগ্ম পরিচালক নিলুফার জাহানের সহায়তা চান। তাদেরকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনুমতি দেওয়া হয়। অনুমোদনের প্রেক্ষিতে হিজড়াদের কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অষ্টম শ্রেণিতে ভর্তি করানো হয়। গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাদের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী। বিশেষ অতিথি ছিলেন কাস্টমসের ডেপুটি কমিশনার সুশান্ত পাল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক পরিচালক শ্যাম রঞ্জন কর্মকার, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন প্রমুখ। উপস্থিত ছিলেন জয়োধ্বনির প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রকৌশলী হেলাল মোরশেদ সোহাগ, সাকিব, আদর ইউসুফ ও নাসির উদ্দিন। হাটখোলা ফাউন্ডেশন ও জয়োধ্বনি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুয়াবিলে নৌকার প্রার্থীর গণসংযোগ, সভা
পরবর্তী নিবন্ধমশক নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে