সমপ্রতি হিজাব পরে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সানা খান। কিন্তু এতে ইসলাম বিদ্বেষীদের সমালোচনার মুখে পড়তে হয় তাকে। তাই তিনি সমালোচনাকারীদের সুন্দরভাবে জবাব দিয়ে বলেন, কখনও কখনও অপমানের মধ্যে সম্মান লুকিয়ে থাকে, আবার সম্মানের মধ্যে অপমান। তাই আমাদের চিন্তা করতে হবে ও বুঝতে হবে কোনটি আসল পথ। আর আমি কোন পথের অংশীদার হব। তবে সানার হিজাব পরা এ ছবির প্রশংসা করে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই মনে করছেন, হিজাবে একজন নারীর শালীনতার দৃষ্টান্ত সানা খান।
অন্যদিকে, একজন নেটিজেন মন্তব্য করেন, ‘এত পড়াশোনা করে কী লাভ যদি হিজাব পরে বাকি জীবন কাটাতে হয়?’ জবাবে অভিনেত্রী লেখেন, ‘ভাই আমার, যদি পর্দার পেছনে থেকে নিজের ব্যবসা চালিয়ে নিতে পারি সফলভাবে, এত ভালো শ্বশুরবাড়ি পাই, এত ভালো স্বামী পাই, তা হলে আর কী চাই! আর আল্লাহ আমাকে রক্ষা করছেন সব দিক থেকে। আলহামদুলিল্লাহ।’