লেবানন থেকে হিজবুল্লার ছোড়া একটি ড্রোনের বিস্ফোরণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সেসারিয়ার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। শনিবার স্থানীয় সময় সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলীয় সমুদ্রতীরবর্তী শহর সেসারিয়ায় নেতানিয়াহুর বাড়িতে ড্রোনটি আঘাত হানে। ওই সময় ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছিল, ড্রোনটি সেসারিয়ায় আঘাত হেনেছে আর তা নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছিল। কিন্তু ড্রোনটি সরাসরি নেতানিয়াহুর বাড়িতে আঘাত হেনেছে কিনা, তা পরিষ্কার করে জানায়নি। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছিল, লেবানন থেকে ছোড়া ওই ড্রোন একটি ভবনে আঘাত হেনেছে।
টাইমস অব ইসরায়েল জানায়, মঙ্গলবার ইসরায়েলের সামরিক সেন্সর কর্তৃপক্ষ ঘটনাটি নিয়ে খবর প্রকাশের অনুমতি দেয়। ড্রোনের আঘাতে বাড়িটির একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন একটি ছবি এর আগে প্রকাশ করতে দেয়নি তারা। বিস্ফোরণে নেতানিয়াহুর বাড়ির বেডরুমের জানালার কাচ ফেটে যায়, কিন্তু পুরোপুরি ভেঙে পড়েনি। বিস্ফোরণের আঁচ ঘরের ভেতর পৌঁছায়নি। বুলেটপ্রুফ কাচ ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার জন্য এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একটি ভিডিওতে ওই ড্রোনের বিস্ফোরণে ভবনের বাইরের দিকে হওয়া ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে। ভবনের পাশে লাইন দিয়ে সাজানো গাছগুলোর মাথা উড়ে গিয়ে সামনের উঠানে ও কাছের সুইমিংপুলে পড়েছে। সেখানে কিছু কাচের টুকরাও ছিল বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এ হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি। নেতানিয়াহু ও তার স্ত্রী ঘটনার সময় এই বাড়িটিতে ছিলেন না। মঙ্গলবার এক বিবৃতিতে দিয়ে এ ঘটনার পুরোপুরি, সম্পূর্ণ ও একচেটিয়া দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। নেতানিয়াহুকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছিল বলে দাবি করেছে তারা। এ ঘটনার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই, হিজবুল্লাহ এমন ইঙ্গিত দিয়েছে বলে ধারণা ইসরায়েলি পক্ষের।