হিজবুত তাহরীর সদস্যের তিন দিনের রিমান্ড

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এক যুবককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মামলার এজাহার অনুযায়ী ওই যুবক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সদস্য। তার নাম আব্দুস সামাদ আজাদ। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকার শাহ মোহাম্মদ ভূইয়ার ছেলে। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের পক্ষ থেকে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, ১৯ সেপ্টেম্বর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সিজিও ভবন১ এলাকা থেকে আজাদকে গ্রেপ্তার করা হয়। পরে এসআই রুপন কুমার মল্লিক তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর বাংলাদেশের সক্রিয় সদস্য আজাদ। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসারিত করার উদ্দেশ্যে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিভিন্ন ধরনের ভ্রান্তিমূলক তথ্য প্রচারের উদ্দেশ্যে পোস্টারের মাধ্যমে সংগঠনের পক্ষে কাজ করছিলেন, যা সন্ত্রাস বিরোধী আইনে শাস্তিযোগ্য অপরাধ।

পূর্ববর্তী নিবন্ধসড়কের দুই পাশ থেকে শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ
পরবর্তী নিবন্ধসিটি ডেভেলপমেন্ট চার্জ চালুর দাবি মেয়রের