হিজড়াদের চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন

| শুক্রবার , ১৪ জুন, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরী সহ জেলাউপজেলার সর্বত্র হিজড়াদের হাতে দিন দিন সাধারণ মানুষকে নাজেহাল হতে হচ্ছে, সম্প্রতি রাজধানীতে হিজড়াদের হামলার শিকার হয়ে মারাত্মক আহত হয়েছে পুলিশ সদস্যরাও, নিস্তার পাচ্ছে না কেউই, রাস্তা ঘাটে, পাড়ামহল্লায় দোকানে বাজারে সাপ্তাহিক চাঁদা আদায় থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান বা কারো ঘরে নবজাতক শিশুর জন্ম হলে দল বেঁধে হাজির হয় হিজড়া গ্রুপ, দাবী করে মোটা অংকের চাঁদা, তাদের দাবী পুরণে কেউ অপারগ হলে প্রকাশ্যেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে, লোকলজ্জার ভয়ে সাধারণ মানুষ বাধ্য হয়ে তাদের সাথে আপোষরফা করতে হয়, এদের কর্মসংস্থানের নানাবিধ সুযোগ থাকলেও স্বভাবত এরা চাঁদাবাজিকেই বেঁচে নেয়, কথিত আছে এদের অত্যাচার থেকে রেহাই পেতে তাৎক্ষণিক পুলিশের সহায়তা চাইলেও পুলিশের সাড়া মিলে না, যার কারণে দিনের পর দিন হিজড়ারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং জড়িয়ে পড়ছে নানান অপরাধমুলক কর্মকাণ্ডে। এদের নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা প্রত্যাশা করছি।

আলমগীর হোসাইন

সিটি গেইট, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধজন বেয়ার্ড : টেলিভিশন আবিষ্কারক
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম উন্নয়নের ছাড়পত্র