হিংস্র

সাঈদ শ’ | শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:৫৫ পূর্বাহ্ণ

সবকিছু কথায় খোলে না

কিছুটা নৈঃশব্দ্যে

বনে গেলে তা টের পাওয়া যায়

একটা বাঘের সামনে দাঁড়ালে

জীবনের মানে ‘দৌড়’

একটা সাপের সামনে

ছোবল’

বাঘে খাবে, সাপে কাটবে

এমনই হিংস্র ওরা

এই ভেবেআমরা পালাই

যে যার মতো

পালানোর পথে ত্রস্ত পাখিরা

দূরে, মানুষ দেখে

উড়ে যায়

পূর্ববর্তী নিবন্ধকরদাতা সুরক্ষা পরিষদের প্রতিবাদ সমাবেশ
পরবর্তী নিবন্ধআউশ