সবকিছু কথায় খোলে না
কিছুটা নৈঃশব্দ্যে
বনে গেলে তা টের পাওয়া যায়
একটা বাঘের সামনে দাঁড়ালে
জীবনের মানে ‘দৌড়’
একটা সাপের সামনে
‘ছোবল’
বাঘে খাবে, সাপে কাটবে
এমনই হিংস্র ওরা
এই ভেবে– আমরা পালাই
যে যার মতো
পালানোর পথে ত্রস্ত পাখিরা
দূরে, মানুষ দেখে
উড়ে যায়