হিংসা একটি মারাত্মক মানসিক রোগ

হামিমা জামিল রুমা | শুক্রবার , ৮ এপ্রিল, ২০২২ at ৪:৪৮ পূর্বাহ্ণ

প্রতিটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়ের বড় প্রাপ্তির নাম হলো সময়। তাহলে আমরা কেনো এই সময়গুলো অন্যকে হিংসে করে নষ্ট করবো? অন্যকে হিংসা করা মানেই অন্যের পিছনে অহেতুক লেগে থাকা আর নিজেকে পিছিয়ে রাখা।
কেনো আমরা সময়টা অন্যের খুঁত ধরে নষ্ট করি ভেবে দেখেছেন কখনো? যদি না ভেবে থাকেন তাহলে দয়া করে ভাববেন! সবসময়ই নিজের খুঁতটা খুঁজে নিতে, নিজেকে কিভাবে ডেভেলপ করা যায়, নিজেকে কিভাবে অন্যায় কাজ থেকে দূরে রাখা যায়, নিজের দায়িত্বগুলো কিভাবে ঠিকমতো পালন করা যায়, নিজের হাতে যেনো কখনো কারো একবিন্দু হকের খাবার পেটে না যায়, নিজের বিবেকের কাছে যেনো নিজেকে অনুতপ্ত না হতে হয়, কখনো অসহায়ের উপর যেনো আমার খারাপ ব্যবহার হয়ে না যায় ভুলেও। বাবা-মাকে আজীবন ভালো রাখা, এইসব বিষয় নিজের ভেতর ধারন করা প্রতিটা মানুষের কর্তব্য মনে করি আমি। সবসময়ই ভাবা উচিত আমার যতটুকু আছে ততটুকুও অনেকের স্বপ্ন থাকে পাবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন আমি ততটুকুতেই সন্তুষ্ট। ভাবনাটা যদি এমন হয় তাহলে সময় কোথায় অন্যকে হিংসা করে সময় নষ্ট করার? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন আর সবার ঘরকে শান্তির নীড় বানিয়ে রাখুন। সবাইকে সম্মানের সাথে বাঁচার তৌফিক দান করুন!

পূর্ববর্তী নিবন্ধপটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় জাতীয়করণ করা হোক
পরবর্তী নিবন্ধমূল্যবৃদ্ধির মাস রমজান