হাসি দিয়ে সমালোচনায় কমলা হ্যারিস

| রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

রাশিয়ার অভিযানে বাস্তচ্যুত ইউক্রেনবাসীকে নিয়ে এক প্রশ্নের উত্তর দেওয়ার আগে অট্টহাসি দিয়ে সমালোচনায় পড়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গত বৃহস্পতিবার ওয়ারশতে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দজেই দুদার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই কাণ্ড ঘটান হ্যারিস। খবর বিডিনিউজের। রাশিয়া সামরিক অভিযান শুরুর পর ১৫ লাখের বেশি ইউক্রেনিয়ান দেশ ছেড়েছে, যাদের বেশিরভাগই রয়েছে নেটো জোটভুক্ত দেশ পোল্যান্ডে। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন রেখেছিলেন-যুক্তরাষ্ট্র কি ইউক্রেনের শরণার্থী নেবে? পোল্যান্ডের প্রেসিডেন্ট কি যুক্তরাষ্ট্রকে এই অনুরোধ করবেন? প্রশ্নকর্তা প্রশ্ন শেষ করার পর কমলা হ্যারিস প্রথমে পোল্যান্ডের প্রেসিডেন্টের দিকে তাকান, দৃশ্যত তার অপেক্ষা ছিল উত্তরটি দুদাই আগে দেবেন কি না? এরপর নিজেই স্বগতোক্তি করেন ‘বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু’, তারপর হাসিতে ফেটে পড়েন।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়া, ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধ: বাইডেন
পরবর্তী নিবন্ধতেল-গ্যাস খাতে আরও ভারতীয় বিনিয়োগ চায় রাশিয়া