হাসিনা পরিবারের নামে থাকা ৮৮০ স্থাপনার নাম পরিবর্তন, সংকলন প্রকাশ

| রবিবার , ২৩ নভেম্বর, ২০২৫ at ৬:২৮ পূর্বাহ্ণ

চব্বিশের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তাদের পরিবারের সদস্যদের নামে থাকা ৮৮০টি অবকাঠামো স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। পরিবর্তিত নামের তালিকা নিয়ে একটি প্রকাশনা বের করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল শনিবার ফেসবুকে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন। খবর বিডিনিউজের।

পোস্টে তিনি লিখেছেন, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, তাদের পরিবারের অন্যান্য সদস্য এবং ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে নামকরণ করা ৮৮০টি প্রতিষ্ঠান, অফিস, স্কুল, গবেষণাগার এবং এমনকি ছোট ছোট সরকারি স্থাপনার তালিকা তৈরি করতে ১৬০ পৃষ্ঠার একটি সংকলন প্রয়োজন হয়েছে। এই সংকলনটি শেখ হাসিনার দেশ পরিচালনার পদ্ধতি প্রতিফলিত করে। যেখানে তার দৃষ্টিতে প্রায় ১৬ বছর ক্ষমতায় থাকার সময় পারিবারিক বন্ধন সবকিছুর চেয়ে প্রাধান্য পেয়েছিল। প্রেস সচিব আরও বলেন, বইটির কপি ইতোমধ্যেই বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন গণমাধ্যমে পাঠানো হয়েছে।

গত জুনে প্রধান উপদেষ্টার দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, বিগত সরকারের ১৬ বছরে দেশের ৯৭৭টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে প্রতিষ্ঠিত হয়েছিল। তার মধ্যে পরিবর্তন করা হয়েছে ৮৮০টি স্থাপনার নাম। এর মধ্যে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগাসেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণাকেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বিয়ে বাড়িতে অতিথিদের জিম্মি করে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট
পরবর্তী নিবন্ধআবর্জনা পোড়ানোর আগুনে পুড়ছে গাছ