পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৯ জন সাক্ষ্য দিয়েছেন। গতকাল মঙ্গলবার তাদের সাক্ষ্যগ্রহণ করেন ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তবে এ দিন হাসিনাকন্যা সায়মা ওয়াজেদ পুতুলের মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি।
সাক্ষীরা হলেন– প্রধান উপদেষ্টার কার্যালয়ের মোটর ক্লিনার মোহাম্মদ উজ্জ্বল হোসেন, গাজীপুরের কালীগঞ্জের সাব–রেজিস্ট্রার জাহিদুর রহমান, সদর রেকর্ড রুমের সাব–রেজিস্ট্রার মাহবুবুর রহমান, ঢাকার তৎকালীন মহানগর হাকিম এম মেজবাহউর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক তৈয়বা রহিম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মুদ্রাক্ষরিক কামরুন্নাহার, ঢাকার মহানগর হাকিম সেফাতুল্লাহ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর মুক্তি তরফদার। খবর বিডিনিউজের।
দুদকের কৌঁসুলি সুলতান মাহমুদ বলেন, শেখ হাসিনার মামলায় চারজন এবং জয়ের মামলায় পাঁচজন সাক্ষ্য দেন। তবে শেখ হাসিনার মেয়ে পুতুলের মামলায় আজ (গতকাল) সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ অক্টোবর ঠিক করা হয়েছে বলে জানান তিনি।