হাসিনা জামাল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রাঙ্গুনিয়া প্রতিনিধি

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:৩৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া হাসিনা জামাল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা কলেজ মিলনায়তনে গত ২৬ জুন অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ জ ম সামশুদ্দিন ইলিয়াছের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদ সভাপতি ইফতেখার হোসেন বাবুল। শিক্ষক সুজন সাহার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্ণিং বডির সদস্য নাছির উদ্দিন রিয়াজ, জহির আলম, মো. আলম শাহ, শওকত হোসেন সেতু, সেলিম আবদুল্লাহ, মো. আবু বক্কর । বক্তব্য রাখেন শিক্ষক শীলা দাশ গুপ্তা, পারমিতা বড়ুয়া, রেখা দাশ, আবদুল কাইয়ুম, খায়েজ আহামদ, রতন কুমার তুরী, মো. হাবীবুল্লাহ, শিক্ষার্থী মিতু দে প্রমুখ। শেষে পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়। কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক সদ্য প্রয়াত মোহাম্মদ নুরুল হুদার পরিবারকে কলেজের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে আগুনে পুড়ল টেইলার্সের দোকান
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের পাঁচ গুণীজনকে শিল্পকলার সম্মাননা প্রদান