হাসিনা গুজব সেল গঠন করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে : সারজিস

| রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ৮:৪৭ পূর্বাহ্ণ

হাসিনা গুজব সেল গঠন করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। গুজবকে পাত্তা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা গুজব সেল পরিচালনা করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তবে দেশের মানুষ বিবেকবান হওয়ায় এই গুজব শুধু বিনোদনের খোরাক জোগায়।

গতকাল শনিবার পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। গুজবে বিভ্রান্ত না হয়ে তরুণ প্রজন্মকে নিজেদের স্বপ্ন ও কাজের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন সারজিস আলম। খবর বিডিনিউজের।

অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত দায়িত্বশীল আচরণ করছে জানিয়ে তিনি বলেন, প্রত্যেকটি জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়া হচ্ছে। ড. মুহাম্মদ ইউনূস দেশের স্বার্থকে সামনে রেখে সবসময় জাতীয় ঐক্যের চিন্তা করেন। আমরা মনে করি, তার হাত ধরেই নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হবে। যেটি হতে পারে একটি স্বচ্ছ নির্বাচনের ভিত্তিতে, স্বচ্ছ নির্বাচন আমরা তার হাত ধরেই দেখতে পাব।

সমপ্রতি একএগারোর নিয়ে নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা প্রসঙ্গে সারজিস বলেন, একএগারো কোনো স্বয়ংক্রিয় ঘটনা নয়। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে একটা গোষ্ঠী সুযোগ নিয়ে এক সময় এটা ঘটাতে বাধ্য করে। আমরা মনে করি, খুব স্বাভাবিকভাবে রাজনীতির মাঠে পক্ষেবিপক্ষে কথা থাকবে যেকোনো বিষয়ে। এটাই সৌন্দর্য। অন্তর্বর্তী সরকার এবং রাজনীতিতে যারা রয়েছেন, তাদের মতের মধ্যে দ্বিমত থাকবে, বৈচিত্র্য থাকবে, আবার যৌক্তিক বিষয়ে তারা ঐক্যবদ্ধ হবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা।

অনুষ্ঠানে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আদম সুফি, সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জামায়াত নেতা নাজিম উদ্দিন এবং সমন্বয়ক ফজলে রাব্বী উপস্থিত ছিলেন। এর আগে সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি এবং সারজিস আলম পঞ্চগড় রেলওয়ে স্টেশনের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন।

পূর্ববর্তী নিবন্ধকর্নাটকে লেকের পাশে বাংলাদেশি নারীর লাশ
পরবর্তী নিবন্ধহাসপাতাল থেকে তারেকের বাসায় খালেদা, সেখানেই চলবে চিকিৎসা