হাসিনা ও জয়ের বিরুদ্ধে রেড নোটিস জারির পদক্ষেপ নিতে পুলিশকে দুদকের চিঠি

| শুক্রবার , ৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৫৮ পূর্বাহ্ণ

ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির পদক্ষেপ নিতে পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশনদুদক। হাসিনা ও জয়ের বিরুদ্ধে দায়ের করা প্লট জালিয়াতি মামলার তদন্ত কর্মকর্তারা পুলিশ মহাপরিদর্শককে এই চিঠি পাঠিয়েছেন বলে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। খবর বিডিনিউজের।

চিঠিতে বলা হয়েছে, মামলার তদন্তকালে জানা যায় যে এজাহারনামীয় আসামি শেখ হাসিনা বিদেশে অবস্থান করছেন। ন্যায়বিচারের স্বার্থে তার অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এমতাবস্থায় বিজ্ঞ আদালতের আদেশ, গ্রেপ্তারি পরোয়ানা, এজাহারের কপি, চার্জশিটের কপি এবং পূরণকৃত রেড নোটিস ফরম সংযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হল।

জয়ের বিষয়ে পাঠানো চিঠিতেও একই কথা বলা হয়েছে। চিঠিতে মা ও ছেলের নাম, এনআইডি নম্বর, বাবা ও মায়ের নাম, পাসপোর্ট নম্বর এবং ঠিকানাও দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তার ছেলে জয় আগে থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তাদের পরিবারের অন্যরাও দেশের বাইরে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবন্দর থানা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপার্লারের ওয়াশরুম থেকে ম্যানেজারের লাশ উদ্ধার