আওয়ামী সরকার পতনের আগের দিন নগরীর নিউমার্কেট মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন উল্লেখ করে আদালতে মামলা করেছেন এক তরুণ। এতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮১ জনকে আসামি করা হয়েছে। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে এ কে এম নুরুল্লাহ নামের ঐ তরুণ বাদী হয়ে নালিশি মামলাটি দায়ের করেন। তিনি কিশোরগঞ্জ সদরের বাসিন্দা। সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বসবাস করেন বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়।
আসামির তালিকায় থাকা অন্যান্যদের মধ্যে রয়েছেন– সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ড. হাসান মাহামুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ টি এম পিয়ারুল ইসলাম, সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলাম, আওয়ামী লীগের সেক্রেটারী ওবায়দুল কাদের, সাইফ পাওয়ার টেকের এমডি তরফদার রুহুল আমীন, অ্যাডভোকেট রানা দাস গুপ্ত এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম রয়েছেন। আসামির তালিকায় রাখা হয়েছে একজন মৃত ব্যক্তিকেও। তার নাম সাইয়েদ গোলাম হায়দার মিন্টু। চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন তিনি। চার বছর আগে তথা ২০২১ সালের ১৮ মার্চ মিন্টু মারা যান। আদালতের বেঞ্চ সহকারী আবুল হাশেম দৈনিক আজাদীকে মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, বাদী এ কে এম নুরুল্লাহ আওয়ামী সরকার পতনের আগের দিন তথা গত বছরের ৪ আগস্ট নগরীর নিউমার্কেট মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন।