হাসিনাসহ ১০০ জনের দুর্নীতির ৬ মামলার অভিযোগ গঠন ৩১ জুলাই

| বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৪:০৪ পূর্বাহ্ণ

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০০ জনের বিরুদ্ধে দুদকের করা ৬ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ৩১ জুলাই দিন ধার্য করা হয়েছে। এই ৬ মামলার অভিযোগ গঠন শুনানি ঢাকার বিশেষ জজ আদালতে ৪ ও ৫ নম্বর আদালতে অনুষ্ঠিত হবে। খবর বাসসের।

৬ মামলার মধ্যে শেখ হাসিনাশেখ রেহানাসহ ১৭ জন, শেখ হাসিনাআজমিনা সিদ্দিকসহ ১৮ জন ও শেখ হাসিনারাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের মামলার বিচার অনুষ্ঠিত হবে ঢাকার বিশেষ জজ৪ নম্বর আদালতে। শেখ হাসিনাসহ ১২ জন, শেখ হাসিনাসজীব ওয়াজেদসহ ১৭ ও শেখ হাসিনাপুতুলসহ ১৮ জনের মামলার বিচার অনুষ্ঠিত হবে ঢাকার বিশেষ জজ৫ নম্বর আদালতে। গতকাল দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০ জুলাই পৃথক ৬ মামলায় শেখ হাসিনাসহ ১০০ জনের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তারা অনুপস্থিত থাকায় আদালত মামলাগুলো বিচারের জন্য বিশেষ জজ আদালতে বদলির আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় বিশ্ববিদ্যালয়ের বুধ ও বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
পরবর্তী নিবন্ধসিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায়