হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে উচ্ছ্বাস

| মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে হাসিনাকে প্রাণদণ্ডের রায়ের পর হাই কোর্টের সামনে উপস্থিত জনতাকে উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গেছে। সে সময় ‘এই মাত্র খবর এল, খুনি হাসিনার ফাঁসি হল’ স্লোগান দিতে দিতে তারা একে অপরকে জড়িয়ে ধরেন। গতকাল সোমবার রায় ঘোষণার পর পরই ‘মঞ্চ ২৪’ নামের ব্যানারে একদল ছাত্রজনতা হাই কোর্টের সামনেই সেজদা দিয়ে ও মোনাজাত করে সন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায়। খবর বিডিনিউজের।

গণ সেজদার পর মোনাজাতে ‘মঞ্চ ২৪’ এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, আল্লাহ আরশের মালিক, রহমতের ছোঁয়ায় আমাদের বাংলাদেশকে তুমি রক্ষা করো। এখানে দাঁড়িয়ে আছে যারা, আল্লাহ যারা গুম ছিল, যাদের জীবন থেকে যৌবনের সুন্দর সময়টুকু কেটে গেছে। শেখ হাসিনা আমাদের এই জীবন থেকে যে সময়টুকু নিয়েছে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে জনতার সামনে জাহান্নামের আজাব দিয়ে দিও।

এই মঞ্চের ব্যানারে রায় পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন, আমাদের উচ্ছ্বাস বুঝাতে পারব না। আল্লাহর কাছে শুকরিয়া ন্যায়বিচার পেয়েছি। এই বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আমার প্রশান্তি আসবে না, তারপরও আমি হাসতেছি। এ বিপ্লবের একমাত্র মাস্টামাইন্ড মহান আল্লাহ, তিনিই বিচার দিয়েছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করেছি সিজদা দিয়ে।

প্রধান উপদেষ্টা আইনি সহায়তার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরাতে পারবেন বলে আশা প্রকাশ করে তিনি বলেন, তাকে আনার জন্য ভারতীয় জনগণের সহায়তা খুব প্রয়োজন। ভারতীয় জনগণ আমাদের ইনশাল্লাহ সহায়তা করবে, পশ্চিমবঙ্গের লোক আমাদের সহায়তা করবে। আমরা ন্যায়বিচার পাব। যদি না করে আমরা ভারতের সন্ত্রাসীদের আশ্রয় দিব, ভারত আরামে থাকবে না।

পূর্ববর্তী নিবন্ধ৬০ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ নানা আয়োজন
পরবর্তী নিবন্ধধানমন্ডি ৩২ নম্বরে ফের বুলডোজার, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ