‘হাসিনার মত কোন স্বৈরাচারকে জনগণ আগামীতে মেনে নিবে না’

'আমাদের কাঞ্চনা'র জুলাই বিপ্লব স্মরণে র‍্যালি পরবর্তী সমাবেশে ইব্রাহিম চৌধুরী 

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ১১:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেছেন, দেশের পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে নামলে স্বৈরাচারী হাসিনা দাবি মেনে নেওয়া তো দূরের কথা উল্টো  সরকারি পেটুয়া বাহিনীর দিয়ে আন্দোলনকারীদের নির্মমভাবে নির্যাতন করে। শুধু তাই নয়, নির্বিচারে গুলি চালিয়ে আবু সাঈদসহ অনেককে নিহত ও আহত করে চিরতরে পঙ্গু করে দেয়। পরবর্তীতে সাধারণ জনতা এ আন্দোলনে সামিল হলে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়। মনে রাখতে হবে আগামীতে হাসিনার মত কোন স্বৈরাচারকে জনগণ মেনে নিবে না। 

তিনি আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ‘আমাদের কাঞ্চনা’ এর জুলাই বিপ্লব স্মরণে র‍্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। 

কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, এ সংগঠনের নেতা ওমর ফারুক। 

বিশেষ অতিথি ছিলেন, কাঞ্চনা ইউনিয়ন জামায়াতে ইসলামির আমির ও উপজেলা জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের ও আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার সমাজ সেবা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। 

শাহাদাত হোসেনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, দেলোয়ার হোসেন, সরওয়ার কামাল, নজরুল ইসলাম, আবদুল হামিদ, প্রভাষক নাজমুল হোসেন, মুহিবুল্লাহ শাহেদ, শাহাদাত হোসাইন রোমান, জোবাইর বিন জিহাদী, কাইচার তানভীর, মোহাম্মদ হোসাইন, মুজাহিদ তাহেরী, মাহফুজুর রহমান, মোহাম্মদ ওয়াহেদ ও মোহাম্মদ শাহজাহান  প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার আ.লীগ নেতা সাহাব মিয়া গ্রেফতার, এলাকায় মিস্টি বিতরণ
পরবর্তী নিবন্ধগুটিকয়েক ব্যক্তির নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়নি-হাটহাজারীতে মীর হেলাল