হাসিনার বিদায়ের মাধ্যমে দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে

পেকুয়ায় গণসংযোগকালে সালাহউদ্দিন আহমদ

পেকুয়া ও চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর, ২০২৫ at ৪:৩২ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ দীর্ঘ দেড় দশক পর নিজ জন্মস্থান পেকুয়ার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। তিনি যেখানে গিয়েছেন সেখানে নারীপুরুষ নির্বিশেষে গণমানুষের ঢল নামে। গতকাল বুধবার সকাল ১০টায় পিতামাতার কবর জেয়ারতের মাধ্যমে তিনি গণসংযোগ শুরু করেন। সকাল সাড়ে ১০টায় শিলখালী সাঁকোরপাড় স্টেশনে এক পথসভায় তিনি উপস্থিত নেতা কর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। সাঁকোপাড় স্টেশনে পথসভা শেষে শিলখালী জারুলবুনিয়া স্টেশন, কাছারীমড়া স্টেশনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান। এসময় তার গাড়ি বহর বারবাকিয়া বাজার, টইটং ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রাজাখালীর বিভিন্ন এলাকায় গণসংযোগে মিলিত হয়। পরে সন্ধ্যা ৭টায় পেকুয়া বাজারে এসে পথসভার মাধ্যমে দ্বিতীয় দিনের প্রচারণা শেষ করেন তিনি।

দিনব্যাপী প্রচারণাকালে বিভিন্ন পথসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে স্বাধীনতাসার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এই দেশের গণতন্ত্রের প্রতীক হল ধানের শীষ। তাই এই দেশ এবং গণতন্ত্র রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। তিনি বলেন, প্রায় ১২১৪ বছর পর আমার আপনাদের দেখতে আসার সুযোগ হয়েছে। এজন্য আল্লাহর কাছে অফুরন্ত শোকরিয়া আদায় করছি। আপনারা দোয়া করেছিলেন বলেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনারা সকলেই জানেন আমাকে হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার গুম করেছিল। আল্লাহ আমার হায়াত রাখায় এবং সকলের দোয়ায় আমি আজ আপনাদের সামনে আসতে পেরেছি। তিনি বলেন, এই দেশ থেকে হাসিনার বিদায়ের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে। ফ্যাসিবাদের নিপাত হয়েছে। আওয়ামী বাকশালি ফ্যাসিবাদী গোষ্ঠী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত এই নেতা বলেন, আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া হচ্ছেন এই দেশের ঐক্যের প্রতীক। আপনারা সকলেই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। একইভাবে আমাদের নেতা তারেক রহমানসহ আমাদের জন্য দোয়া করবেন। তিনি বলেন, এদেশের ফ্যাসিস্ট বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের আমাদের শীর্ষ নেতা তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশের সরকারের নেতৃত্ব দেবেন। আশা করি আগামী দিনে সুষ্ঠু সুন্দর পরিবেশে নিরপেক্ষ একটি নির্বাচনে মুক্ত ও স্বাধীনভাবে আপনারা মতামত ও ভোট প্রদান করতে পারবেন।

সালাহউদ্দিন বলেন, আমার অনুরোধ থাকবে আপনারা সকলেই ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। এ সময় উপস্থিত সকলের কাছ থেকে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানালে তারা দুই হাত তুলে ওয়াদা করেন।

পথসভায় সালাহউদ্দিন আহমদের স্ত্রী সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমদ, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, টইটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার জয়নাল আবেদীনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ দীর্ঘ ১৪ বছর পর নিজ নির্বাচনী এলাকায় (চকরিয়াপেকুয়া) ধানের শীষ মার্কার প্রচারণায় নামেন মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে। এই প্রচারণা চলবে আগামী ছয়দিন অর্থাৎ ৭ ডিসেম্বর পর্যন্ত। গতকাল দ্বিতীয় দিনের মতো প্রচারণাকালে সালাহউদ্দিন আহমদকে কাছে থেকে একনজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন সর্বস্তরের মানুষ। যেখানেই গণসংযোগে গিয়েছেন সেখানেই ঢল নামে আবালবৃদ্ধবণিতার।

পূর্ববর্তী নিবন্ধখুলশী-মদুনাঘাট ১৫ কিমি আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন লাইনের কাজ শুরু
পরবর্তী নিবন্ধটেকনাফে গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার