হাসিনার বক্তব্যের বিষয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব ঢাকার

হাদির হামলাকারীদের ধরতে সহযোগিতা চাইল সরকার

| সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৩ পূর্বাহ্ণ

আসন্ন সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে সমর্থকদের আহ্বান জানিয়ে পলাতক শেখ হাসিনাকে উসকানিমূলক বক্তব্য অব্যাহত রাখতে সুযোগ দেওয়ায় গুরুতর উদ্বেগ জানাতে গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেলে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। খবর বাসসের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বিচারিক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সাজা কার্যকরের জন্য শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ সদস্যদের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের বিষয়েও হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়। এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার লক্ষ্যে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে সহায়তা প্রদান।

এ ধরনের অপরাধমূলক তৎপরতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অবিলম্বে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

হাদির হামলাকারীদের ধরতে সহযোগিতা চাইল সরকার : বিডিনিউজের খবরে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলিবর্ষণকারীদের গ্রেপ্তারে ভারতের সহযোগিতা চেয়েছে সরকার। গতকাল ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে সহায়তা চাওয়ার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, সন্দেহভাজনদের ভারতে পলায়ন ঠেকাতে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে। আর যদি তারা ইতোমধ্যে ভারতে প্রবেশ করে, তাহলে যেন দ্রুত গ্রেপ্তার এবং বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশে আসন্ন নির্বাচন ঠেকানোর জন্য সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর আহ্বান জানিয়ে পলাতক শেখ হাসিনা অব্যাহতভাবে যেসব বিস্ফোরক বক্তব্য দিয়ে যাচ্ছেন, সে বিষয়ে বাংলাদেশের গুরুতর উদ্বেগ জানাতে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দ্রুততার সঙ্গে বাংলাদেশের আইনি কর্তৃপক্ষের কাছে প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধসুদানে হতাহত শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ
পরবর্তী নিবন্ধহাদিকে গুলি করে ফয়সাল, বাইকে চালক ছিলেন আলমগীর