হাসিনার প্রত্যর্পণের কথা ভারতকে স্মরণ করিয়ে দেবে ঢাকা

| শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:১৩ পূর্বাহ্ণ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য বাংলাদেশ ভারতে নথিপত্র পাঠিয়েছে। দেশের রাজনৈতিক নেতৃত্ব যখন প্রয়োজনীয় মনে করবে তখন এ বিষয়ে একটি স্মারকপত্র দেয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম গতকাল বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, যখন রাজনৈতিক নেতৃত্ব মনে করবে যে এটি সঠিক সময়তখন একটি স্মারকপত্র (দিল্লিতে) পাঠানো হবে। খবর বাসসের।

হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য বাংলাদেশ ভারতে গ্রেপ্তারি পরোয়ানা পাঠিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আলম নিশ্চিত করেছেন যে, ঢাকা থেকে ভারতে পাঠানোর একটি ভারবাল নোট (কূটনৈতিক চিঠি) এর সঙ্গে প্রয়োজনীয় সকল নথিপত্র অন্তর্ভুক্ত ছিল। গত বছরের ২৩ ডিসেম্বর, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে অবস্থিত তার মিশনের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারিক কার্যক্রমে হাজির করতে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে অনুরোধ করে একটি ভারবাল নোট পাঠিয়েছিল। আলম বলেন, এখনও পর্যন্ত ভারত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি। আমরা ভারতের কাছ থেকে সাড়া পাওয়ার জন্য অপেক্ষা করব। ভারতকে সম্ভাব্য স্মারকপত্র দেয়ার সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আলম বলেন, এটি একটি কূটনৈতিক এবং রাজনৈতিক সিদ্ধান্ত।

জাতিসংঘের তথ্যঅনুসন্ধান প্রতিবেদন দিল্লির ওপর হাসিনাকে প্রত্যর্পণের জন্য চাপ সৃষ্টি করবে কিনা এমন আরেকটি প্রশ্নের জবাবে মুখপাত্র উল্লেখ করেন, জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনের ফলাফল যে কারও মনকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, তদন্ত থেকে প্রাপ্ত তথ্য এবং প্রমাণের ভিত্তিতে জাতিসংঘের তথ্যঅনুসন্ধানকারী দল এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, রোম সংবিধির ৭ অনুচ্ছেদের অধীনে সংশ্লিষ্ট সময়ের মধ্যে মানবাধিকার লঙ্ঘন মানবতা বিরোধী অপরাধ। আলম আরও বলেন, তাছাড়া, ঘটনাগুলি তৎকালীন সরকারের সাথে, বিশেষ করে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের সাথে সম্পর্কিত (অনুচ্ছেদ ২৯০২৯২)

হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতকে চাপ দেওয়ার জন্য অন্তর্র্বর্তীকালীন সরকার বিদেশি মিত্রদের সম্পৃক্ত করবে কিনা জানতে চাইলে আলম বলেন, অন্তর্র্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্ব এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র শবে বরাতে নগরে আতশবাজি-পটকা নিষিদ্ধ
পরবর্তী নিবন্ধইলন মাস্কের সাথে ফোনালাপ প্রধান উপদেষ্টার