পলাতক খুনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনে নির্বাচিত সকল জনপ্রতিনিধিদের পদত্যাগ দাবি করেছে ছাত্র জনতা। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করার মাধ্যমে এই দাবি জানিয়েছেন ছাত্র জনতা।
রবিবার ১৮ই আগষ্ট সকালে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসানের হাতে ৩ দফা দাবী সম্বলিত স্মারকলিপি তুলে দেয় ছাত্র জনতা।
এসময় বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ, আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দীন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংযুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও জনতা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলার সাধারণ ছাত্র-জনতার পক্ষ থেকে স্মারকলিপিতে উল্লেখ করা ৩ দফা দাবীতে বলা হয়েছে…
১। পলাতক খুনি হাসিনার অবৈধ নির্বাচনে নির্বাচিত সকল জনপ্রতিনিধিদের পদত্যাগ করতে হবে।
২। সকল অবৈধ চেয়ারম্যানদের রাষ্ট্রীয় সম্পদ সরকারের দপ্তরে ফেরত দিতে হবে।
৩। জনপ্রতিনিধিদের অবৈধ ভাবে উপার্জিত সকল সম্পদ বাজেয়াপ্ত করে আইনের মুখোমুখি করতে হবে।
লোহাগড়া উপজেলার সাধারণ ছাত্র-জনতার পক্ষ থেকে আমাদের প্রাণের দাবি গুলো মেনে নেওয়ার জন্য বিনীত অনুরোধ করেছে ছাত্র জনতা।