হাসিনাকে ভারত কেন পুশ ইন করছে না, প্রশ্ন রিজভীর

| মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ৬:২১ পূর্বাহ্ণ

শেখ হাসিনাসহ সেখানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাদের ভারত কেন পুশইন করছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন রুহুল কবির রিজভী। গতকাল সোমবার দুপুরে নয়া পল্টনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব এ প্রশ্ন তোলেন।

তিনি বলেন, ‘পশ্চিম বাংলা, ত্রিপুরায় প্রচুর বাঙালি বাস করে, মুসলিম ধর্মের অনুসারী প্রচুর বাঙালি আছে। জাতীয়তাবাদের পরিচয়ে আমরা বাংলাদেশি। আমাদের ভাষা বাংলা, আমাদের সংস্কৃতি বাংলাদেশি। আর বাঙালি সংস্কৃতি কিন্তু পশ্চিম বাংলার সংস্কৃতি অর্থাৎ ভারতে বসবাস করা বাঙালি মুসলমান তো অনেক আছেতাদের জোর করে পুশইন করা হচ্ছে। শেখ হাসিনাও তো বাংলাদেশি মুসলমানবাংলাদেশের মানুষ, তাকে পুশইন করছেন না কেন? যেসব দুর্বৃত্তরা, ফ্যাসিস্টদের দোসররা সেখানে পালিয়ে গেছেন তাদের তো পুশইন করছেন না।’ খবর বিডিনিউজের।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংগঠনটির সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়া পল্টনে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পুশ ইনের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘ভারতের নাগরিক হাজার হাজার বছর ধরে যাদের সেখানে বসবাস কিন্তু ধর্মে তারা মুসলমান হওয়ায় এবং বাংলা ভাষায় কথা বলায় তাদের জোর করে পুশ ইন করা হচ্ছে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত পুশ ব্যাক করা। এ পুশ ব্যাক কেন সরকার করতে পারছে না, আগে তো আমরা দেখেছি, চেষ্টা হয়েছে, তখন তো পুশ ব্যাক করা হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশে ভারত তাদের পছন্দের সরকার চায়। সেই সরকারকে বাংলাদেশের জনগণ পছন্দ করুক আর না করুক তাতে তাদের কোনো কিছু যায় আসে না। তাদের মনোনীত ব্যক্তি থাকতে হবে সরকারে। এরকম মানসিকতা কাদের? যারা প্রভুত্বকারী দেশ, যারা সাম্রাজ্যবাদী দেশ তারা। যখন অন্য দেশকে দখল করতে চায় বা প্রভাব বিস্তার করতে চায়, শেখ হাসিনা ছিল সেইরকম একটা প্রতিভূ।’

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘের মানবাধিকার কার্যালয় : সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্টের দাবি হেফাজতের
পরবর্তী নিবন্ধপতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের আত্মপ্রকাশ