বাংলাদেশ ‘এ’ দল এবং এইচপি দলের দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথম দিনেই দাপট দেখিয়েছে এইচপি দলের বোলাররা। বিশেষ করে স্পিনার হাসান মুরাদের ঘূর্ণিতে সাতজন টেস্ট ক্রিকেটার নিয়ে গঠিত ‘এ’ দল প্রথম দিনে সংগ্রহ করেছে ৯ উইকেটে ২২৩ রান। অধিনায়ক মোমিনুল এবং নাজমুল হোসেন শান্ত ছাড়া বাকি কেউ সুবিধা করতে পারেনি। এ দুজন হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। তবে এইচপি দলের বোলারদের সামনে মোটেও স্বচ্ছন্দে ব্যাট করতে পারেনি ‘এ’ দলের ব্যাটসম্যানরা। অধিনায়ক মোমিনুল করেন ৬২ রান। ৫ ঘণ্টা উইকেটে কাটিয়ে শান্ত আউট হন ৭২ রান করে। দলের প্রথম সাত ব্যাটসম্যানের আর কেউ যেতে পারেনি দুই অংকের ঘরে। হাসান মুরাদ তুলে নিয়েছেন ৫ উইকেট। এই স্পিনারই ধসিয়ে দেন ‘এ’ দলের মিডল ও লোয়ার-মিডল অর্ডার। ৪৭ রানে তার শিকার ৫ উইকেট। দুাই ওপেনার সাইফ হাসান এবং সাদমান ইসলামকে ফেরান সুমন খান। সাইফ আগের ম্যাচেও ব্যর্থ ছিলেন। এরপর মোমিনুল এবং শান্ত যোগ করেন ৮৮ রান। এইজুটি ভাঙ্গার পর শিকার শুরু করেন হাসান মুরাদ। তিনি ফেরান মিঠুন, ইয়াসির আলি এবং ইরফান শুক্কুরকে। শেষ দিনে নাঈমের ৩২ এবং শহীদুলের ৩৬ রান না হলে আরো কম রানে গুটিয়ে যেতো ‘এ’ দল। দলের পক্ষে শান্ত ৭২ রান করেছেন ২০৮ বল খেলে। আগের ম্যাচে ৯৪ রান করে ফিরেছিলেন শান্ত। মোমিনুল ৮৫ বলে করেন ৬২ রান। যেখানে ৬টি চার এবং একটি ছক্কার মার ছিল। নাইম ৩২ রান করেছেন ১০১ বলে। আর শহীদুল ৩৬ রান করেন মাত্র ৩১ বলে। ২টি চার এবং ৪টি ছক্কা মেরেছেন তিনি। এইচপি দলের পক্ষে ২ টি উইকেট নিয়েছেন সুমন খান।