হাসসান বিন সাবিত (রাঃ) মাদরাসায় আলোচনা সভা

| রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

চান্দগাঁও আবাসিক ও হযরত হাসসান বিন সাবিত (রাদ্বি) তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় তারাবীহ নামাজের মাধ্যমে পবিত্র খতমে কোরআন আদায় উপলক্ষে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা, মিলাদ মাহফিল শায়েরে আহলে সুন্নাত মাওলানা এমদাদুল ইসলাম কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিতহ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রুই, ওমান শাখা গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা তৌফিক আহমেদ।

আলি আজগার সাজ্জাদ কাদেরী সঞ্চালনায়অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ নিবরাজ ইবনে এমদাদ, মুহাম্মদ নাজিম লোকমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ কাইয়ুম চৌধুরী, খোকন, টিটু চৌধুরী, মোঃ মুসা চৌধুরী, ডঃ মুহাম্মদ নাইম উদ্দিন, হাফেজ ফজলুল কবির, হাফেজ আমির কাদেরী, হাফেজ তৌসিফ হাফেজ আলী হোসেন আজাদ কাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলায় আসামি ১১