হাসপাতাল নির্মাণে সম্ভাব্য ৬ জায়গার প্রস্তাব স্থানীয়দের

ইপিজেড-পতেঙ্গা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ অক্টোবর, ২০২০ at ৪:৫৮ পূর্বাহ্ণ

নগরের ইপিজেড ও আশেপাশের এলাকার কর্মজীবী মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে মাতৃসদন কাম জেনারেল হাসপাতাল নির্মাণে সম্ভাব্য ছয়টি স্থানের নাম প্রস্তাব করেছেন স্থানীয়রা। হাসপাতালের সম্ভাব্যতা যাচাইয়ে স্বাস্থ্য বিভাগের গঠিত কমিটিকে গতকাল রোববার জায়গার তালিকা হস্তান্তর করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।
প্রস্তাবিত জায়গাগুলো হচ্ছে- বাণিজ্য মন্ত্রণালয়ের মালিকানাধীন বন্দরটিলাস্থ টিসিবি ভবনের পিছনের মাঠ, রেলওয়ের মালিকানাধীন পুরাতন পোর্ট মার্কেট সংলগ্ন রেল লাইনের উত্তর পাশের ভূমি, সিডি’র মালিকানাধীন সল্টগোলা রেল ক্রসিং আজাদ কলোনি মাঠ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন নিমতলা ট্রাক টার্মিনালের বিপরীত পাশ এবং বেপজা মালিকানাধীন র‌্যাব-৭ সংলগ্ন ‘নারী প্রজেক্ট’ এলাকা। এছাড়া আউটার রিং রোডের পূর্ব পাশে বা কান্ট্রি সাইটে আনন্দ বাজার থেকে ধুমপাড়া পর্যন্ত ব্যক্তি মালিকানাধীন এবং সরকারি খাস জমিও প্রস্তাব করা হয়। এদিকে গতকাল সকালে এলাকাবাসীর পক্ষে ‘নাগরিক উদ্যোগ’ নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন চসিক প্রশাসকের সঙ্গে। নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, সদস্য সচিব হাজী মো. হোসেন, সমন্বয়কারী মোরশেদ আলম, আবদুর রহমান মিয়া প্রশাসকের কাছে হাসপাতাল নির্মাণের জন্য সম্ভাব্য জায়গার নামের তালিকা হস্তান্তর করেন। এরপর দুপুরে সম্ভাব্যতা যাচাইয়ে গঠিত কমিটির সদস্যরা টাইগারপাসস্থ চসিকের কার্যালয়ে প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। এসময় প্রশাসক তালিকাটি তাদের কাছে হস্তান্তর করেন এবং জায়গাগুলো পরিদর্শন করে দ্রুত স্থান নির্ধারণ করার তাগিদ দেন। এসময় প্রশাসক চসিক ও তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পূর্ববর্তী নিবন্ধফেনীতে বাস-ট্রেন সংঘর্ষ, নিহত ৩
পরবর্তী নিবন্ধনেতাকর্মীদের কাছে অপ্রিয় বিএনপি মানুষের কাছে কিভাবে প্রিয় হবে