হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

সোমবার থেকে শুক্রবার। পাঁচদিনের কঠিন সময় পেরিয়ে তামিম ইকবাল এখন বাসায়। হার্টে রিং পরানোর চার দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আপাতত তার ঝুঁকি খুব একটা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে বাসায় লম্বা সময় বিশ্রামে থাকতে হবে। পাশাপাশি মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গতকাল শুক্রবার দুপুরে বাসায় ফিরেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। কিছু পরীক্ষা করাতে ও দাঁতের চিকিৎসার জন্য আজ শনিবার আবার তাকে হাসপাতালে যেতে হবে। এছাড়া বাসায় থাকলেও চিকিৎসকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে তাকে। অস্ত্রোপচারের পরদিন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর বলেছিলেন, স্বাভাবিক কার্যক্রমে ফিরতে অন্তত তিন মাস সময় লাগবে তামিমের। তবে অস্ত্রোপচারের ধকল কাটিয়ে শরীর একটু থিতু হওয়ার পর বাসায় স্বাভাবিক কাজকর্ম ও হাঁটাচলা করতে পারবেন তিনি। তবে যা করবেন বেশ সাবধানতার সহিত করতে হবে তামিম ইকবালকে।

গত সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে বুকে ব্যথা অনুভব করার পর মাঠ ছাড়েন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। নিকটস্থ কেপিজে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর হেলিকপ্টারে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এর মধ্যে শরীর আরও খারাপ করে অচেতন হয়ে পড়েন। দ্রুতগতিতে সেই হাসপাতালেই ফেরানো হয় তাকে। জানা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার। দ্রুতই হার্টে স্টেন্ট বসানো হয়। ওই হাসপাতালেই তামিমের এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং স্টেন্টিং করানো হয়। স্টেন্টিংয়ের মাধ্যমে দ্রুত ব্লক পড়া ধমনীতে রিং পরানো হয়। এরপর আস্তে আস্তে শঙ্কা কাটতে শুরু করে। ওইদিন বিকালের দিকে হাসপাতালের ডাক্তাররা আনুষ্ঠানিকভাবে জানান, তামিম ইকবাল পুরোপুরি শঙ্কামুক্ত নন। পরবর্তী ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। পরদিন মঙ্গলবার তামিমকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। তিনদিন সেখানে থাকার পর আজ বাসায় ফিরলেন দেশসেরা ওপেনার।মোহামেডানের ট্রেনার থেকে শুরু করে হাসপাতালের চিকিৎসকদের তৎপরতায় একরকম মৃত্যুর মুখ থেকে ফেরেন তিনি। পরদিন সন্ধ্যায় তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়। সেখানে পর্যবেক্ষণে থাকার পর ছাড়া পেয়ে বাসায় ফিরলেন বাংলাদেশের সফলতম ওপেনার। গত পাঁচ দিনে তামিমের অসুস্থতার খবরে বাংলাদেশ সহ সারা বিশ্বের ক্রিকেটাঙ্গনে উদ্বেগ আর উৎকন্ঠা ছড়িয়ে পড়ে। বাংলাদেশের তারকা ক্রিকেটাররা ছাড়াও বিশ্বের তারকা ক্রিকেটাররাও তামিমের সুস্থতার জন্য প্রার্থনা করেন। পাশাপাশি সবার দোয়া কামনা করেন। তবে তামিমের হার্ট অ্যাটাক মেসিভ হলেও সঠিক সময়ে সঠিক প্রক্রিয়া অবলম্বন করায় বেঁচে যান তামিম।

পূর্ববর্তী নিবন্ধতামিমের ধূমপানের কথা প্রকাশ করে ক্ষমা চাইলেন দুই চিকিৎসক
পরবর্তী নিবন্ধট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে নিশো হাজির আসামি সেজে