হাসপাতাল থেকে বাসায় ফিরে বিশ্রামে শিল্পী হায়দার হোসেন

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:৩৪ পূর্বাহ্ণ

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সুরকার ও গীতিকার হায়দার হোসেন। রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে শিল্পীর হৃদযন্ত্রে রিং পরানো হয়েছে। হায়দার হোসেন বর্তমানে বাসায় চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন বলে জানিয়েছেন শিল্পীর স্ত্রী নুসরাত জাহান।

তিনি বলেন, ‘শনিবার হার্ট অ্যাটাক হলে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে তার হার্টে একটি রিং পড়ানো হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছে। ডাক্তার ১৫২০ দিন বিশ্রামে থাকতে বলেছেন।’ খবর বিডিনিউজের। ‘আমি ফাইসা গেছি’ গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া শিল্পী হায়দার হোসেন একাধারে গীতিকার, সুরকার, গিটারবাদক ও কীবোর্ড বাদক। তার গাওয়া ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ ও ‘চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার’ গানগুলোও সমান জনপ্রিয়। বর্তমানে গানে অনেকটাই অনিয়মিত হায়দার হোসেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার নতুন ইতিহাস
পরবর্তী নিবন্ধবিয়ের ঘোষণার পরও ভেঙে গেল অভিনেত্রীর প্রেম!