লোহাগাড়া উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতাল থেকে মো. ফারুক হোসেন (৪৩) নামে এক যুবককে তুলে নিয়ে মারধরের পর ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার ৪ ঘণ্টা পর উপজেলা সদরের পোস্ট অফিস সড়ক এলাকা থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। আহত ফারুক পার্বত্য লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব চাম্বি এলাকার শহিদ মিয়ার পুত্র ও একই ওয়ার্ডের যুবদলের সভাপতি।
প্রত্যক্ষদর্শী ও আহত যুবকের পরিবার সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত আহত যুবক ফারুকের পিতা অসুস্থ হয়ে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন। ঘটনারদিন সকাল ১০টার দিকে ফারুক তার পিতাকে হাসপাতালে দেখতে আসেন। ঘটনার সময় একদল দুর্বৃত্ত হাসপাতালের ভেতর থেকে ফারুককে টেনে বের করে নিয়ে আসে। পরে বাইকের মাঝখানে বসিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। দুর্বৃত্তরা দীর্ঘক্ষণ তাকে মারধর করে জোরপূর্বক স্বীকারোক্তি নিয়ে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। পরে ভুক্তভোগী যুবকের স্বজনরা বিষয়টি থানা পুলিশকে জানায়। পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদরের পোস্ট অফিস সড়ক এলাকা থেকে ফারুককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এই ঘটনায় রাত ৮টার দিকে ভুক্তভোগী যুবকের পরিবারের পক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বলা হয়েছে অবৈধভাবে বালু উত্তোলনে বিরোধিতা করায় চিহ্নিতরা এই ঘটনা ঘটিয়েছে। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারহানা জানান, গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তার শরীরের বিভিন্নস্থানে হাড়ভাঙ্গা জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আহত যুবক ফারুককে উদ্ধার করে পুলিশ হেফাজতে রেখে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। ঘটনার ব্যাপারে তদন্ত চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।