হাসপাতাল ছেড়েছেন সাইফ

| বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ৭:১৯ পূর্বাহ্ণ

ছুরিকাঘাতে আহত হওয়ার ছয়দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন ভারতীয় হিন্দি সিনেমার অভিনেতা সাইফ আলী খান। এনডিটিভি লিখেছে, শহরের লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সাইফ এখন ভালো আছেন, তবে আগামী কিছুদিন অভিনেতাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। খবর বিডিনিউজের।

এছাড়া অস্ত্রোপচার হওয়ায় সংক্রমণ এড়াতে দর্শনার্থী এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে সাইফকে। হাসপাতাল ছেড়ে কাছেই বান্দ্রার বাড়িতে যাওয়ার সময় সাইফের সঙ্গে ছিলেন তার মা বর্ষীয়ান অভিনেতা শর্মিলা ঠাকুর। সাইফ যখন হাসপাতাল ছাড়ছিলেন, তখন তাকে এক ঝলক দেখতে লীলাবতী ঘিরে জড়ো হন বহু মানুষ। এছাড়া সাইফের হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার পথে এবং বান্দ্রার বহুতল ভবনটি ঘিরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অভিনেত্রী স্ত্রী কারিনা কাপুর, দুই ছেলে তৈমুর আলী খান ও জাহাঙ্গীর আলী খানকে নিয়ে সাইফ বান্দ্রার সৎগুরু শরণ নামের ১২ তলা অ্যাপার্টমেন্টের চারতলায় বিশাল একটি ফ্ল্যাটে থাকেন। ওই বাড়িতে তিনজন গৃহকর্মীও থাকেন। সাইফকে ছুরিকাঘাত করা হয় বুধবার রাত আড়াইটার দিকে। তার বাড়িতে প্রবেশ করা এক ব্যক্তি তাকে ছুরি মেরে পালিয়ে যান। পরে বাড়ির ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিওতে ধরা পড়া ওই ব্যক্তির ছবিও এসেছে সংবাদমাধ্যমে। পুলিশ ধারণা করছে, হামলাকারী চুরি করতে ওই বাড়িতে ঢুকেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজালিয়াতির অভিযোগ, শিল্পী সমিতি থেকে বহিষ্কার নিপুণ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪.৫৫ কোটি টাকা