আঞ্জুমান মুফিদুল ইসলামের কার্যক্রম প্রসারিত করা এবং এম এম আলী রোডস্থ মেহেদীবাগে চট্টগ্রামের নিজস্ব জায়গায় আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম হাসপাতালের (২৪ তলা) বহুতল ভবন নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এই নির্মাণ প্রকল্পের সহায়তা হিসেবে সংস্থার সহ সভাপতি ও সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারীর চেয়ারম্যান শামসুল আলম শামীম গতকাল সোমবার সংস্থার সভাপতি ও সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নিকট ১০ লক্ষ টাকার একটি চেক অনুদান হিসেবে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর, সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারীর সচিব খাজা মঈন উদ্দীন হোসেন, ম্যানেজার ফ্যাইন্যান্স মো. ফারুক ও আঞ্জুমান মুফিদুল ইসলামের সহকারী পরিচালক মো. সেলিম নাসের। প্রেস বিজ্ঞপ্তি।