বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট ও জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এমপি।
গতকাল পরিদর্শন শেষে এক মতবিনিময় সভা চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি ডা. সেলিম আক্তার চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রাম জেলার সহসভাপতি ডা. আ ন ম মিনহাজুর রহমান, সাবেক সিভিল সার্জন সরফরাজ খান বাবুল, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ চৌধুরী, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, ভারপ্রাপ্ত সেক্রেটারি রাইসুল ইসলাম চৌধুরী এমিল, কার্যকরী সদস্য শহিদুল ইসলাম পিন্টু, ডা. আইরিন সুলতানা, সিএমও ডা. রোজী দত্ত, ডা. অজয় দাশ, ডা. সুরজিৎ ঘোষ, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. আমিনুল ইসলাম, যুব প্রধান কৃষ্ণ দাশ। মতবিনিময়কালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখবে। আমি অতীতে এই হাসপাতাল পরিদর্শন করেছি, এখন পরিদর্শন করার মাধ্যমে তফাৎ বুঝতে পেরেছি। এই পরিবর্তনের কারণে বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হাসপাতাল এবং নার্সিং কলেজের উন্নয়নে সহযোগিতা করবেন বলে আশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। সভাপতির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতার মাধ্যমে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল পরিচালিত হচ্ছে। জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের রোগীর সেবার মান বৃদ্ধির মাধ্যমে হারানো গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। প্রেস বিজ্ঞপ্তি।