উখিয়া হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালো স্বামী। পরে ওই গৃহবধূর আত্মীয়-স্বজনের খবরের ভিত্তিতে হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে কক্সবাজার মর্গে প্রেরণ করেছে পুলিশ। মহিলার পিতৃপক্ষের দাবি, শারীরিক নির্যাতন করে হত্যা করে আত্মহত্যার নাটক সাজাতে সকালে হাসপাতালে আনা হয়। শ্বশুর বাড়ি পক্ষের দাবি স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়াঝাটি হত। এ কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গতকাল সকাল ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে। জানা যায়, উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালংয়ের মাতবর পাড়ার সন্তোষ বড়ুয়ার ছেলে উপল বড়ুয়ার (৩৫) সাথে বিয়ে হয় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ার জীনাংশু বড়ুয়ার মেয়ে অপু বড়ুয়ার (২৮)। তাদের সংসারে ২ সন্তানও রয়েছে। অপু বড়ুয়ার বড় ভাই মৃদুল বড়ুয়া বলেন, তার ভগ্নিপতি উপল বড়ুয়া ইয়াবা সেবন ও মদ্যপ অবস্থায় বাড়িতে এসে তার বোনকে প্রায়সময় নির্যাতন করতো। ইতিমধ্যে এনিয়ে একাধিকবার বিচার-সালিশও হয়েছে। তার দাবি স্বামী উপল বড়ুয়া তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, আত্মীয়-স্বজনের খবরের ভিত্তিতে হাসপাতাল থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।