হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতেই রেসিডেন্সি প্রোগ্রাম

বিএসএমএমইউ-সিইআইটিসির সেমিনারে ডা. রবিউল

| শনিবার , ১৮ জুন, ২০২২ at ১২:১৯ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি) এবং ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলোজি (আইসিও)’র যৌথ উদ্যোগে এক বৈজ্ঞানিক সেমিনার, সনদ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকাল ৯টায় ১ম পর্বের অধিবেশন ইমপেরিয়াল হাসপাতালের সেমিনার কক্ষে উদ্বোধন করেন আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা ও ইমপেরিয়াল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএসএমএমইউ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমদ।

সেমিনারে হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, সুদক্ষ চক্ষু চিকিৎসক ও শিক্ষক তৈরির লক্ষ্যে হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতেই রেসিডেন্সি প্রোগ্রাম চালু করা হয়েছে। সমাজের সর্বস্তরের রোগীরা যাতে চক্ষু চিকিৎসা সময়মতো পায় সে ব্যাপারে আমাদের রেসিডেন্সি চিকিৎসকদের সজাগ থাকতে হবে।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউ অফথালমোলোজির চেয়ারম্যান অধ্যাপক ডা. জাফর খালেদ, বিএসএমএমইউ’র এসোসিয়েট প্রফেসর ডা. শওকত কবির। এরিস্টোভিশনের সহযোগিতায় সেমিনারে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র এসোসিয়েট প্রফেসর ডা. তারিক রেজা আলী, সিএমসিএইচ’র চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. তনুজা তানজিন, এরিস্টোভিশনের আঞ্চলিক ম্যানেজার (বিক্রয়) মো. আয়েত আলী সুমন। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক ডা. জেসমিন আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির সদস্য সচিব সিইআইটিসির সিনিয়র কনসালটেন্ট ডা. রাজীব হোসেন। ডা. শায়লা বেগম ও ডা. ফাহমিদা হকের সঞ্চালনায় প্রশ্নোত্তর পর্বে চিকিৎসকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিইআইটিসির মেডিকেল ডিরেক্টর ডা. মো. কামরুল ইসলাম, আইসিও’র পরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম, অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানী, বিএসএমএমইউ’র প্রফেসর ডা. নুজহাত চৌধুরী।

সেমিনারে চোখের ১২টি বিষয়ে নিজ নিজ প্রবন্ধ উপস্থাপন করেন সিইআইটিসি’র ডা. আফরিনা খানম, ডা. সায়েদা নাজমুন নাহার, ডা. জয়নাব বেগম, ডা. সাজিদা আলম, ডা. আনজুমান হোসেন তাসা, ডা. মনিরুল ইসলাম, বিএসএমএমইউ’র ডা. সাবিহা কাউসার, ডা. মো. হাসনাত জাকি চৌধুরী, ইকরাম-উল-আযম খান, ডা. তাসনুভা জাফর, ডা. নাবিলা ইসলাম, ডা. শেখ নিলুফার ইয়াসমিন। দ্বিতীয় পর্বের অধিবেশন আড়াইটায় সিইআইটিসি’র ইমরান সেমিনার হলে অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের দুর্নীতির বিষয়ে সজাগ থাকতে হবে
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে করোনা প্রতিরোধ বিষয়ক কর্মশালা