হাসপাতালে ভিড় না করতে ভক্তদের প্রতি অনুরোধ বিসিবির

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ১০:৩৩ পূর্বাহ্ণ

তামিম ইকবালের অসুস্থতার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সারা দেশে। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও সেরা ওপেনারকে দেখতে হাসপাতালে ভিড় জমিয়েছেন তার ভক্তদের অনেকেই। এমনটা না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির পক্ষ থেকে সোমবার বিবৃতি দিয়ে বলা হয়েছে, তামিমের শারীরিক অবস্থা সম্পর্কে যথাসময়ে গণমাধ্যমে জানানো হবে। ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস করার কিছুক্ষণ পর বুকে ব্যথা অনুভব করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম। পরে তাকে বিকেএসপির কাছেই কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয়। এনজিওগ্রাম করানো হলে হার্টে একটা ব্লক ধরা পড়ে এবং দ্রুততার সঙ্গে স্টেন্ট বসানো হয়। এখন আগের তুলনায় ভালো আছেন তামিম। তার জ্ঞান ফিরেছে, কথা বলছেন চিকিৎসক ও পরিবারের সঙ্গে। বিকেএসপি ও কেপিজে স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ও বিশেষজ্ঞদের সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন বিসিবি চেয়ারম্যান ফারুক আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধগুরুত্বপূর্ণ এলাকার সড়ক নির্মাণ ও সংস্কার সর্বোচ্চ প্রাধান্য পাবে
পরবর্তী নিবন্ধএমন উদ্বেগই প্রমাণ করে জাতি তামিমকে কতটা ভালোবাসে : বিসিবি