হাসপাতালে ভর্তি শেষে প্রসূতিকে রক্তও দিলেন ‘মানবিক পুলিশ’

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১১:৩৬ পূর্বাহ্ণ

দিনমজুর ওমর ফারুক শান্তর প্রসূতি স্ত্রী কুলসুম বেগমকে (২২) কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিনের গাড়িতে করে হাসপাতালে ভর্তি করেই চলে আসে নি সিএমপির ‘মানবিক পুলিশ’। সন্তান প্রসবের পরপরই গতকাল কুলসুমের রক্তের প্রয়োজন হয়েছিল। সেই রক্ত দিতে ফের এগিয়ে এলো কোতোয়ালী থানার মানবিক পুলিশ। গতকাল একটি পুত্র সন্তান জন্ম দেন তিনি। গত শনিবার রাতে চমেক হাসপাতালে এই রক্ত দান করেন কোতোয়ালী থানার পুলিশের এসআই সাদ্দাম হোসেন।
ওসি নেজাম উদ্দিন আজাদীকে বলেন, গতকাল (শনিবার) রাতে কোতোয়ালী থানার এসআই সাদ্দাম হোসেনকে ফোন দেন দিনমজুর শান্ত। তিনি জানান, তাদের একটি পুত্র সন্তান হয়েছে। এদিকে সন্তান জন্মের পরপরই তার রক্ত শূন্যতার জন্য দরকার ছিল ১ ব্যাগ রক্ত। বিষয়টি জানার পর মানবিক দিক চিন্তা করে তিনি দ্রুত যান চমেক হাসপাতালে। সেখানে গিয়ে এক ব্যাগ (বি-পজেটিভ) রক্ত দেন ওই প্রসূতি মহিলাকে।

পূর্ববর্তী নিবন্ধদুর্ধর্ষ ছিনতাইকারী ‘হামকা’ গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপটিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি