ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের গ্রেট ফুটবলার রবের্তো কার্লোস হার্টের সমস্যায় ভুগছেন। এজন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বিশ্বকাপ জয়ী এই লেফট–ব্যাক কিছুদিন আগে ছুটিতে দেশে যান। সেখানেই পায়ের একটা সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যান তিনি। পরে তার পুরো শরীরের এমআরআই করা হলে হার্টের সমস্যা ধরা পড়ে। এরপর দ্রুত ক্যাথেটার বসাতে তার অস্ত্রোপচার করা হয়। পুরো প্রক্রিয়াটি সারতে সাধারণত ৪০ মিনিটের মতো সময় লাগে; তবে জটিলতার কারণে কার্লোসের অস্ত্রোপচার শেষ হতে লাগে প্রায় তিন ঘণ্টা। শেষ পর্যন্ত অবশ্য সবকিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং কার্লোস এখন শঙ্কামুক্ত আছেন। তবে কিছুদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি। পরে রিয়াল মাদ্রিদের এই দূত নিজেই জানান, তিনি ভালো আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে আছেন।










