দীর্ঘদিন ধরে অসুস্থ বাংলাদেশে ফুটবলের একসময়ের সেরা গোলরক্ষক মোহাম্মদ মহসিন। গতকাল বুধবার সকালে চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে এই সাবেক তারকাকে। মহসিনের ছোট ভাই কোহিনূর ইসলাম পিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
মহসিনকে দেখতে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার আব্দুল গাফফার সকালে হাসপাতালে গিয়েছিলেন। মহসিনের হাসপাতালের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় আজ সকালে মহসিনকে আমরা হাসপাতালে ভর্তি করিয়েছি। তার ওজন কমসহ নানান রোগ বাসা বেঁধেছে। চিকিৎসককে সামগ্রিকভাবে পরীক্ষা–নিরীক্ষার অনুরোধ জানিয়েছি। ঠিকমতো চিকিৎসা যেন হয় সেই চেষ্টা চলছে।’ গত কয়েক মাস ধরে মানসিক ভারসাম্য হারিয়ে সব দিক দিয়েই মহসিনের দুরবস্থা চলছে। সবকিছু হারিয়ে চিকিৎসাও ঠিকমতো করতে পারছিলেন না। রাজধানীর সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে ছোট ভাইয়ের একটি ফ্ল্যাটে কোনোমতে জীবন কাটাচ্ছেন ৬০ বছর বয়সী সাবেক ফুটবলার। গুরুতর অসুস্থ এই ফুটবলারকে সাহায্যে এগিয়ে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।