হাসপাতালে গিয়ে রুটিন চেকআপ করালেন খালেদা জিয়া

| মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে বের হয়ে গুলশানে নিজ বাসভবন ফিরোজা’য় ফেরেন তিনি। এর আগে বিকেল ৪টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওয়ানা হয়ে বিকেল ৫টা ৩৩ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক বলেছেন, নতুন কোনো অসুস্থতা বা স্বাস্থ্যের অবনতি নয়, বিএনপি নেত্রীর হাসপাতালে যাওয়ার কারণ ‘রুটিন চেকআপ’। খবর বিডিনিউজের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সেখানে উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ম্যাডাম তার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে এসেছেন। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং পরে চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ড হওয়ার দুই বছর পর ‘সাময়িক মুক্তি’ পান। এই সাময়িক মুক্তির মেয়াদ ছিল ছয় মাস। পরে ষষ্ঠবারের মতো বাড়ানো হয় মেয়াদ। আগামী ২৫ মার্চ শেষ হচ্ছে তা। এই তিন বছরে বিএনপি নেত্রীকে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআরও ৩০ দিন বন্ধ থাকবে চবি চারুকলা ইনস্টিটিউট
পরবর্তী নিবন্ধ১৫ মার্চের পর চবি ক্যাম্পাসে অছাত্র পেলেই ব্যবস্থা