দেশের খাদ্য, বস্ত্র ও পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে রোগের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাই, প্রতিদিন রোগীর সংখ্যাও বেড়ে চলছে। হাসপাতালে পুরুষ–মহিলার ঢালাও চিকিৎসা অনেক সময় মহিলাদের বিব্রত অবস্থায় ফেলে দেই। মহিলা রোগীর ক্ষেত্রে স্বতন্ত্র বিশেষ ব্যবস্থা রাখা অপরিহার্য। কেননা মহিলাদের নিকট পর্দা একটি বিশেষ গুরুত্বের। তাদের শালীনতা ও ব্যক্তিত্বকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। কিন্তু অধিকাংশ চেক–আপ জনিত বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আল্ট্রা সাউন্ড অন্যতম। আর এটা সবচেয়ে বেশি ব্যবহৃত পরীক্ষার মধ্যে একটি। যার বৃহৎ একটি অংশ হলো মহিলা রোগী। আর মহিলা রোগীর ক্ষেত্রে অধিকাংশ সময় আল্ট্রা সাউন্ড করতে হয় পুরুষ ডাক্তার থেকে। এটা পুরোপুরি অসৌজন্য দেখায়। সুতরাং, মহিলাদের শালীনতার নিরাপত্তা নিশ্চিত করে প্রতিটি হাসপাতালে আল্ট্রা সাউন্ডের উপর মহিলা স্পেশালিস্ট ডাক্তার রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের নিকট বিশেষ আর্জি প্রকাশ করছি।
আবদুর রশীদ
সাতকানিয়া, চট্টগ্রাম।