হাসপাতালের বর্জ্যে আর দূষিত হবে না পরিবেশ

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অটোক্লেভ মেশিন স্থাপন

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১২:৩১ অপরাহ্ণ

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্ল্লেক্সে অটোক্লেভ মেশিন স্থাপন করা হয়েছে। এই মেশিনের সাহায্যে হাসপাতালের যাবতীয় বর্জ্য সংক্রমণ মুক্ত হবে। জাপান সরকারের আর্থিক সহযোগিতায় ইআরআরওসিএইচটি, ইউএনডিপি এবং রাঙ্গামাটি জেলা পরিষদের মাধ্যমে সংক্রমণ বর্জ্য ব্যবস্থাপনার জন্য সরকারি হাসপাতালে এই অটোক্লেভ মেশিন স্থাপন করা হয়েছে বলে জানান ইআরআরওসিএইচটি, ইউএনডিপি’র রাঙ্গামাটি প্রতিনিধি জয় খীসা।

তিনি জানান কাপ্তাই ছাড়াও কাউখালী, নানিয়ারচর, লংগদু এবং বাঘাইছড়ি উপজেলায় অটোক্লেভ মেশিন স্থাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইন্টেগ্রো ফার্মার প্রকৌশলী ফজলুল হক এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা। জয় খীসা বলেন, উপজেলার সব হাসপাতালে অটোক্লেভ মেশিন বসানো হলেও রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে মাইক্রোওয়েভ মেশিন স্থাপন করা হয়েছে। এই মেশিনের মূল কাজ হলো হাসপাতালের বর্জ্য সংক্রমন মুক্ত করে সাধারণ বর্জ্যে পরিণত করা। হাসপাতালে তিন ধরণের বর্জ্য থাকে উল্লেখ করে তিনি বলেন সাধারণ বর্জ্য, তরল বর্জ্য এবং তেজস্ক্রিয় বর্জ্য। অটোক্লেভ মেশিন এবং মাইক্রোওয়েভ মেশিনের মাধ্যমে পরিবেশের জন্য ক্ষতিকর সব বর্জ্যকে সাধারণ বর্জ্যে পরিণত করা সম্ভব হবে বলে ডা. রুইহ্লা অং মারমা বলেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আনসার ও ভিডিপির মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধনিরাপদ সড়ক নিশ্চিতে দরকার সম্মিলিত প্রয়াস