জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বার্ষিক আয় সাড়ে ১২ লাখ টাকা। স্থাবর–অস্থাবর মিলে মোট ৫০ লাখ টাকার সম্পদ রয়েছে তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে অংশ নিতে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন তিনি। সোমবার মনোনয়নপত্রের সঙ্গে এই হলফনামা জমা দিয়েছেন বলে জানিয়েছেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম। হলফনামার সম্পদ বিবরণীতে হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেছেন, তার কাছে সাড়ে ১৩ লাখ টাকা নগদ আছে। ব্যাংকে আছে ৩ লাখ ৩ হাজার টাকা। এর বাইরে তার ২৬ লাখ টাকার সোনা বা মূল্যবান ধাতুর গহনা আছে। ১ লাখ টাকার আসবাবপত্র ও ৬৫ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রনিক পণ্য রয়েছে তার। তার শিক্ষাগত যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ। কোথাও তার নামে কোনো মামলা বা অভিযোগ নেই। তিনি বর্তমানে ব্যবসা করছেন বলে হলফনামার পেশা বিবরণীতে বলেছেন। সেখান থেকে তার বার্ষিক আয় ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র বা অন্য কোনো ক্ষেত্র থেকে তার আয়ের উল্লেখ করা হয়নি। হলফনামায় স্থাবর সম্পদের বিবরণীতে কৃষি বা অকৃষি জমি, বাড়ি বা অন্য কোনো সম্পদ নেই বলে বলা হয়েছে। ফলে এসব থেকে তার কোনো আয়ও নেই। খবর বিডিনিউজের।
হলফনামায় তিনি বলেছেন, স্ত্রী ও একমাত্র ছেলে তার আয়ের ওপর নির্ভরশীল। তার স্ত্রী বর্তমানে গৃহিনী। তার নামে অথবা পিতা–মাতা, স্ত্রী–সন্তানের নামে ব্যাংক বা আর্থিক কোনো প্রতিষ্ঠানে কোনো ঋণ বা দায় নেই। এছাড়া ২০২৫–২০২৬ অর্থবছরে তিনি এক লাখ পাঁচ হাজার ৫৩১ টাকা আয়কর দিয়েছেন বলে হলফনামায় জানিয়েছেন। ২৭ বছর বয়সী হাসনাত আব্দুল্লাহ এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা।










