হাসনাতের গাড়িতে হামলা : রাতভর অভিযানে আটক ৫৪

১০০ জনের নামে মামলা

| মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৭:২২ পূর্বাহ্ণ

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টিএনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে রাতভর অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১০০ জনের নামোল্লেখ করে এবং আরও অজ্ঞাত আসামি করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলার সদস্য আল আমিন বাদী হয়ে বাসন থানায় মামলাটি দায়ের করেন।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান বলেন, যে সরকারকে তারা বিদায় করেছেন, সেই সরকারের লোকজনই এই হামলার সঙ্গে জড়িত। তারা নানা ইস্যু তৈরি করার জন্য এই হামলা করেছে। পুলিশের একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাছে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়ি বহর জ্যামে আটকে থাকা অবস্থায় চারপাঁচটি মোটরসাইকেলে এসে একদল লোক তার গাড়িতে হামলা করে। হামলায় তিনি হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়। পরে পুলিশ তাকে ঢাকায় পৌঁছে দেয়।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ের কোলে কনকচূড়ার সম্ভাষণ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ