কর্ণফুলী উপজেলার শিকলবাহা প্রফেসর মহিউদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে হাশেম ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি অনুষ্ঠান গতকাল শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনুর রশিদ। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. বাবুল চন্দ্র নাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুর আলী, হাশেম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, দোস্ত মোহাম্মদ, আকতার জাবেদ, এডভোকেট গিয়াস উদ্দীন পারভেজ, মুহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ সোলায়মান, দিদার হোসেন, লেয়াকত আলী, আব্দুর রহিম, ইয়াসির আরাফাত, শিক্ষক–শিক্ষিকা অভিভাবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।