চট্টগ্রাম নগরীর কুলগাঁও জালালাবাদস্থ আল আমিন হাশেমী দরবারে আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় ৫০০০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা, খতনা ও ওষুধ বিতরণ করা হয়েছে। আল্লামা কাযী মুহাম্মদ আহসানুজ্জামান হাশেমী ও আল্লামা কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমীর ১৯তম উরশ উপলক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ সেবা কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন আল্লামা শাহ ছুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী, শাহজাদা হাফেজ আল্লামা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী, শফিউল আলম, জামাল কোম্পানী, মোহাম্মদ জাহেদ সুলতান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ মুছা, আমজাদ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











