হাশিমপুর সিকদার পাড়া ফুটবল লিগে গ্লাডিয়েটরস এফসি চ্যাম্পিয়ন

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার হাশিমপুর সিকদার পাড়া ফুটবল লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রয়েল স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফাইনাল খেলাটি গত ৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে স্থানীয় মাঠে সম্পন্ন হয়। ফাইনালে গ্লাডিয়েটরস এফসি ৯২ গোলের বিশাল ব্যবধানে ভিক্টোরি বাইপাসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় একাই ৭ গোল করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের অধিনায়ক ইমরান হোসেন জিসান। সেরা গোলকিপার নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার জায়েদ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েল স্পোর্টিং ক্লাবের সভাপতি মো: আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ট্রাস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ এবং ভাইসচেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল ড. আবদুল্লাহ আল ইউসুফ (অব🙂। উদ্বোধক ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এস এম শওকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন মো. খোরশেদ আলম, আজিজুল হক চৌধুরী, আবছার উদ্দিন, মো. কমরুদ্দিন সজিব, এস এম ইকবাল, সাইদুল হাসান লিটন, সাইদুল হাসান চৌধুরী, মো. নুরুল আজিজ, মো. মিজানুর রহমান, হাজী আবদুল মান্নান, ওয়াহিদুর রহমান, এএইচএম মারুফ উদ্দিন চৌধুরী, নুর হোসেন আরিফ, মো. ফরহাদ, মো. সেফা উদ্দিন নিজাম প্রমুখ। পরে বিজয়ী দলের মাঝে নগদ ৩০ হাজার টাকার প্রাইজমানি ও চ্যাম্পিয়ন ট্রপি বিতরণ করেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধমল্লপাড়া নাইট ফুটবল টুর্নামেন্টে প্যালাইস্টাইন দল চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধচার ম্যাচে তৃতীয়বারের মতো শাস্তির মুখে পাকিস্তান