হালিশহর হাউজিং এস্টেট মাঠের সংস্কার কাজের উদ্বোধন

| বুধবার , ২ জুলাই, ২০২৫ at ৭:৩৮ পূর্বাহ্ণ

হালিশহর হাউজিং এস্টেট মাঠের সংস্কার কাজের উদ্বোধন করেছেন সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন। গত রবিবার দুপুর ১২টায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটি (হাফুসের) সভাপতি ফরিদ আহমেদ বাবু।

মাঠের সংস্কার কাজ বাস্তবায়ন করছে ফর্টিস গ্রুপ। সার্বিক সহযোগিতা এবং তত্বাবধানে হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটি (হাফুস)। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফর্টিস গ্রুপের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (সাবেক) খালেকুজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাফুসের উপদেষ্টা মোশারফ হোসেন ডিপটি, উপদেষ্টা শাহাদাত হোসেন, হাফুসের সিনিয়র কর্তকর্তা মফিজুর রহমান মফিজ, আ ন ম ওয়াহিদ দুলাল (সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন)

উপস্থিত ছিলেন হাফুসের সিনিয়র সহসভাপতি গোলাম মোরশেদ চৌধুরী, উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্ববধানে ছিলেন হাফুসের সাধারণ সম্পাদক নান্নু চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফুসের ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন। মেয়র ডাঃ শাহাদাত হোসেন হালিশহর হাউজিং এস্টেট মাঠের খেলাধুলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য মাঠ সমতল, সবুজ ঘাসের আচ্ছাদন, ওয়াকওয়ে, নির্মাণ, চতুর্পাশে ফেনসি ওয়াল, মাঠের চতুর্পাশে লাইটিং মেরামত, মাঠের পানি অপসারণ করার সুব্যবস্থাসহ নানা প্রতিশ্রুতি দেন এবং মাঠের সার্বিক উন্নয়নের জন্য ফর্টিস গ্রুপের সিইও খালেকুজ্জামানকে বিশেষভাবে আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই গণহত্যার দৃশ্যমান বিচার সম্পন্ন করতে হবে
পরবর্তী নিবন্ধপটিয়ায় বৈষম্যবিরোধী নেতাকর্মীদের উপর পুলিশের লাঠি চার্জ, আহত ২৩