দৃষ্টি হোক সবার অধিকার। হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালির পরিচালনায় সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ বিতরণ, নাক–কান ফোড়ানো, খৎনা ক্যাম্প, ব্লাড গ্রুপ নির্ণয়,ফিজিওথেরাপী ও চোখের ছানি নির্ণয় ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে প্রায় ৩০০ জন রোগীর চক্ষু পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে বাছাইকৃত ৬০ জন রোগীকে লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশনের কার্যক্রম হাতে নেওয়া হয়। সবাই যেন দৃষ্টির সুবর্ণ সুযোগ পায় ও সুবিধাবঞ্চিতদের এবং কম সৌভাগ্যবান মানুষগুলোর উন্নয়নের জন্য লায়ন্সদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া এবং সকল লায়ন্স সদস্যদের ক্লাব কার্যক্রমের মাধ্যমে সহায়তার প্রয়োজন এমন মানুষের পাশে লায়ন্সরা সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী। উপস্থিত ছিলেন লায়ন এম শওকতুল ইসলাম,লায়ন তারেক কামাল, লায়ন আহসান উল্লাহ, লায়ন মির্জা মোহাম্মদ মনসুরুল হক,লায়ন অনিমেষ রায় চৌধুরী ,লায়ন খাজা মাঈনুদ্দিন, লায়ন মো.মনজুর কাদের, লায়ন নুরুল আমিন হীরা,লায়ন ফারাজ করিম,স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোশাররফ হোসেন, লিও রাফি,লিও খলিল,লিও ফারহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।