‘মননে বেগমজান ব্যাচ ৯৪’ এর পুনর্মিলনী উৎসব ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান গত শনিবার চট্টগ্রাম বোট ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘যেথায় থাকুক যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে’ এ স্লোগানে পুনর্মিলনী উৎসবে সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. জিয়াউল হক সুমন। সদস্য সচিব জহুর উদ্দিন জহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক সুজিত কুমার রায় চৌধুরী, কাজী আহম্মদ রেজাউল করিম, মো. হুমায়ূন কবির, আনোয়ার হোসেন মামুন, রওশন আকতার।
স্মৃতিচারণ করেন আনিসুল হক সাগর, মোহাম্মদ খাঁন, আরশাদ ইউছুফ, জাবেদ হোসেন, মো. ফোরকান, নুর হোসেন, ইব্রাহিম আজাদ, সৈয়দা সুলতানা, তৌহিদুল করিম বাবু, কামাল উদ্দীন, রোকন, হানিফ বাদশা, সাজেদা বেগম, হুমায়ূন কবির, জাবেদ বিন সবুর, মো. ইদ্রিচ, কোহিনুর মুন্নি, কাজী জান্নাতুল মাওয়া বাপ্পী, কামাল উদ্দিন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।