হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া

| বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, ত্রিপিটক পাঠ, জাতীয় সংগীত, কুচকাওয়াজ, ক্রীড়া শপথ পাঠ ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল মাবুদ সওদাগরের সন্তান ও বিদ্যালয় এডহক কমিটির সদস্য জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতার আরেক সন্তান ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক হারুনুর রশিদ, ফওজিয়া আক্তার ও কহিনুর আক্তার। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকশিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচরবরমায় শর্টপিচ নৈশ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধকমিটির দল বললে খারাপ লাগে না চট্টগ্রামের অধিনায়ক মেহেদির